OEP-NS এ বই রিভিশন মিশন চলছে, এটা আসলে কি?
আমাদের মেইন টার্গেট হলো ৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করা এবং বাকি দিন গুলোতে আবার সিলেবাস শেষ করা।
এটা হলো OEP-NS থেকে আপনাকে প্রতিটা দিনের পড়াশোনার একটা প্লান। যা আপনাকে Study Table এ প্রায় নূন্যতম ৫ ঘন্টা ধরে রাখবে। প্লান মতো পড়াশোনাই পারে তোমাকে তোমার সপ্ন জয় করতে। OEP-NS তোমাকে প্রতিদিন কি পড়তে হবে, কত টুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সকল কিছুর নির্দেশনা দিয়ে দেবে। এবং এসকল কিছুর মধ্যেই তোমার সিলেবাস শেষ হবে সবার আগে। তুমি OEP-NS PAGE এ গত ব্যাচের Feedback দেখো, তাদের প্রায় ৫-৬ ঘন্টা প্রতিদিন টেবিলে ধরে রাখা হতো। তারা পড়তো, তারা ফল পেয়েছে। পরিশ্রম করলে তার ফল পাবা। ধরো তুমি এই মিশনে নাই, একজনের তো ২-৩ সপ্তাহে বই শেষ হবে, MCQ, সৃজনশীল, সব শেষ হবে, তোমার তো হবে না, কেন হবে না? কারন তার ফুল প্লান আছে,সে সকল কিছু পড়তেছে। পরিকল্পনাই সকল কিছু।
[ শুধু রিভিশন মিশন না, চলছে বোর্ড পরীক্ষার অনুকরণে ফ্রী মডেল টেস্ট পরীক্ষা – এড হতে কমেন্ট করুন ]
আমার উদ্দেশ্য তোমাকে ৮ ঘন্টা টেবিলে রাখা এখন পড়া দিলাম পড়লা না তোমার ব্যপার, কয়েকদিন পর তুমি রিমুভ হয়ে যাবা, আর কয়েকদিন পর তোমার বন্ধু চিল মাইরা ঘুরবে কারণ তার পড়ার কিছু থাকবে না।
Choice is yours man. You are not a child anymore.
এসএসসি ২২ দের আমি যা পড়াইছি, যেভাবে পড়াইছি, যা ক্লাস নিসি৷, সব থেকে ৯০% কমন পেয়েছে যারা পড়েছে।
OEP-NS তোমাকে তোমার সপ্নের স্থানে পৌছে দেবেই যদি তুমি হাল না ছেড়ে সাথে থাকে সকল কিছু শেষ করো। ইন শা আল্লাহ তুমি তোমার সাফল্য অর্জন করতে পারবে।
