১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?
ক. ন্যাড়ার ● বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের ঘ. খুড়ার
২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● ব্যঙ্গার্থে খ. প্রশংসার্থে
গ. ক্ষোভার্থে ঘ. নিন্দার্থে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতে কোথাও যাবেন না।
৩. অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
র. নারীর প্রতি নির্যাতন
রর. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
ররর. গ্রামীণ বিচার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই-
র. প্রতিবাদী নারীসত্তা
রর. নির্যাতিত নারী
ররর. কুসংস্কারের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
● ১৮৭৬ খ্রিষ্টাব্দে খ. ১৮৭৮ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭৭ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৭৯ খ্রিষ্টাব্দে
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. হরিশপুর গ্রামে খ. লাহিনীপাড়া গ্রামে
● দেবানন্দপুর গ্রামে ঘ. কাঁঠালপাড়া গ্রামে
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায় খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
● মতিলাল চট্টোপাধ্যায় ঘ. নীহার রঞ্জন চট্টোপাধ্যায়
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কী?
ক. ভগবতী দেবী ● ভুবনমোহিনী দেবী
গ. শ্যামা দেবী ঘ. সারদা দেবী
৯. শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
● উপন্যাস খ. ছোটগল্প
গ. নাটক ঘ. প্রবন্ধ
১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর খ. ২১ বছর
গ. ২৩ বছর ● ২৪ বছর
১১. কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়?
ক. ছোটগল্পকার হিসেবে ● সংগীতজ্ঞ হিসেবে
গ. ঔপন্যাসিক হিসেবে ঘ. আবৃত্তিকার হিসেবে
১২. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব-মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. জীবনানন্দ দাশ
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘ. প্রমথ চৌধুরীর
১৩. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?
ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে
খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
গ. উচ্চবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
● অন্ত্যজ শ্রেণির মানুষের জীবন চিত্রণে
১৪. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
ক. মহেশ খ. বিলাসী ● মন্দির ঘ. হরিলক্ষ্মী
১৫. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন?
ক. মহেশ খ. ছোটোগল্প ● মন্দির ঘ. আত্মজীবনী
১৬. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণকাহিনী খ. ছোটোগল্প
● উপন্যাস ঘ. আত্মজীবনী
১৭. ‘চরিত্রহীন’ কে রচনা করেন?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ূন আহমেদ ● শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে খ. রাজসিংহ
গ. চোখের বালি ● শ্রীকান্ত
১৯. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জহির রায়হান
২০. কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে, নৌকাডুবি খ. বিষবৃক্ষ, রাজসিংহ
● চরিত্রহীন, দেনা-পাওনা ঘ. মতিচুর, পদ্মরাগ
২১. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে খ. ১৯৩৪ সালে
● ১৯৩৬ সালে ঘ. ১৯৩৫ সালে
২২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৩ সালে ● ১৯৩৮ সালে
গ. ১৯৩৬ সালে ঘ. ১৯৩৫ সালে
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
● কলকাতায় খ. আসামে
গ. হুগলীতে ঘ. রেঙ্গুনে
২৪. ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
ক. এক ক্রোশ খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ ● চার ক্রোশ
২৫. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কী?
ক. দূরের স্কুলের সুনাম থাকায়
খ. কাছের স্কুল বন্ধ থাকায়
● কাছে স্কুল না থাকায়
ঘ কাছের স্কুলের দুর্নাম থাকায়
২৬. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কতভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়?
ক. ৪০ ভাগকে খ. ৬০ ভাগকে
● ৮০ ভাগকে ঘ. ১০০ ভাগকে
২৭. ‘সরস্বতী খুশি হইয়া বর দিবেন কী’ -এ কথার কারণ কী?
● ছাত্রদের কষ্ট খ. ছাত্রদের আগ্রহ
গ. ছাত্রদের খুশি ঘ. ছাত্রদের শহরমুখিতা
২৮. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’ -উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা ● বিলাসী
গ. আমার পথ ঘ. মাসি-পিসি
২৯. ‘বিলাসী’ গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন?
ক. গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে
খ. গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়
● শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়
ঘ. শহরের অর্থনৈতিক উন্নতি হারানোর শঙ্কায়
৩০. ‘কামস্কাট্কার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. অপরিচিতা
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. আহ্বান
● বিলাসী
৩১. মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো?
ক. বিলাসীর সাথে ● মৃত্যুঞ্জয়ের সাথে
গ. মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে ঘ. বুড়ো মালোর সাথে
৩২. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’ -উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিশ্বাস ● ব্যঙ্গ
গ. বিস্ময় ঘ. হতাশা
৩৩. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ূনের পিতার নাম কী লেখে?
ক. হালাকু খাঁ খ. বাবর খাঁ
গ. চেঙ্গিস খাঁ ● তোগলক খাঁ
৩৪. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাসে ● থার্ড ক্লাসে
গ. ফোর্থ ক্লাসে ঘ. সেকেন্ড ক্লাসে
৩৫. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল?
● মৃত্যুঞ্জয়ের খ. বিলাসীর
গ. ন্যাড়ার ঘ. খুড়ার
৩৬. মৃত্যুঞ্জয়ের কীসের বাগান ছিল?
● আম-কাঁঠালের খ. কলা-আনারসের
গ. পেয়ারা-লিচুর ঘ. আপেল-কমলার
৩৭. মৃত্যুঞ্জয়ের জীবিকানির্বাহ হতো কীভাবে?
● আমবাগান জমা দিয়ে খ. চাকরি দ্বারা
গ. সাপ খেলা দেখিয়ে ঘ. ব্যবসা দ্বারা
৩৮. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
● ভাইপোর নানাবিধ দুর্নাম করা
খ. ভাইপোর নানাবিধ সুনাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
৩৯. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত?
● খুড়া খ. সাপুড়ে গ. ন্যাড়া ঘ. ভুদেববাবু
৪০. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. হাইকোর্টের নির্দেশে খ. জজকোর্টের নির্দেশে
● স্রষ্টার নির্দেশে ঘ. খুড়ার নির্দেশে
৪১. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ‘সুনাম’ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
● দুর্নাম খ. খ্যাতি
গ. সম্মান ঘ. প্রতাপ
৪২. ‘বিলাসী’ গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনি উল্লেখ করে কী বোঝাতে চেয়েছে?
ক. স্বামীর গুরুত্ব খ. স্বেচ্ছাচারিতা
গ. প্রেমের মহিমা ● মেকি স্বামীপ্রেম
৪৩. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?
ক. এক মাস ● দেড় মাস
গ. দুই মাস ঘ. আড়াই মাস
৪৪. অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
ক. ভোরে ● সন্ধ্যায়
গ. দুপুরে ঘ. গভীর রাতে
৪৫. মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
ক. কুটুমের ● প্রাচীরের
গ. সাজ-সজ্জার ঘ. আভিজাত্যের
৪৬. যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
● বিলাসীর খ. ন্যাড়ার
গ. বুড়ো মালোর ঘ. মৃত্যুঞ্জয়ের
৪৭. সামনে পরীক্ষা বলে সুরভী নাওয়া-খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সুরভীর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
● ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল
খ. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে
গ. বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই
ঘ. মা-সরস্বতী কোথায় যে লুকাইবেন, ভাবিয়া পান না
৪৮. অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?
ক. ৭-৮ দিন ● ১০-১৫ দিন
গ. ৮-১০ দিন ঘ. ১৫-২০ দিন
৪৯. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
● বিলাসী খ. খুড়া
গ. ন্যাড়া ঘ. বুড়ো মালো
৫০. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’ -উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক. মৃত্যুঞ্জয় খ. ন্যাড়া
● বিলাসী ঘ. খুড়া
৫১. দশ-পনেরো দিন অসুস্থতার মধ্যে মৃত্যুঞ্জয় কীভাবে পড়ে ছিল?
● অজ্ঞান-অচৈতন্য অবস্থায় খ. ঘোর নিদ্রারত অবস্থায়
গ. প্রচ- ব্যথাতুর অবস্থায় ঘ. নির্বাক-নিঃসঙ্গ অবস্থায়
৫২. ন্যাড়াকে বনের পথ পার করে দিতে বিলাসীর দ্বিধার মূল কারণ কোনটি?
ক. ঘন জঙ্গলে সর্পদংশনের আশঙ্কা
খ. একা ফিরতে ভয় পাওয়া
● মৃত্যুঞ্জয়কে একাকী রেখে যাওয়া
ঘ. রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা
৫৩. ‘ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না’— বলে কে চিৎকার দিয়েছিল?
ক. বিলাসী খ. মৃত্যুঞ্জয়
গ. মৃত্যুঞ্জয়ের খুড়া ● ন্যাড়ার আত্মীয়া
৫৪. ন্যাড়ার আত্মীয়া তাঁর স্বামীর সাথে কত বছর নির্ভয়ে ঘর করেছিলেন?
ক. বাইশ বছর খ. তেইশ বছর
গ. চব্বিশ বছর ● পঁচিশ বছর
৫৫. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?
ক. মালো ● মিত্তির
গ. আচার্য ঘ. দত্ত
৫৬. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি?
ক. বিলাসীর হাতে লুচি খাওয়া
খ. বিলাসীর হাতে সন্দেশ খাওয়া
গ. বিলাসীর হাতে মাংস খাওয়া
● বিলাসীর হাতে ভাত খাওয়া
৫৭. ‘গেল গেল, গ্রামটা রসাতলে গেল’- কেন গ্রামটা রসাতলে গেল?
ক. মৃত্যুঞ্জয় বিলাসীর প্রণয়ের কারণে
খ. মৃত্যুঞ্জয় বিলাসীর সেবা গ্রহণের কারণে
● মৃত্যুঞ্জয় বিলাসীকে বিবাহের কারণে
ঘ. মৃত্যুঞ্জয় বিলাসীর জাত গ্রহণের কারণে
৫৮. ‘যে বস্তুটি এই অসাধ্য-সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম’— এই বস্তুটি প্রকৃতপক্ষে কী?
ক. শ্রদ্ধা খ. শক্তি
● ভালোবাসা ঘ. মূল্যবোধ
৫৯. বিলাসীর আত্মমর্যাদাবোধ প্রকাশিত হয়েছে কোন উক্তিটির মাধ্যমে?
ক. আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই
খ. এসব তুমি আর কখনও কোরো না
● বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো
ঘ. বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও
৬০. বিলাসীকে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়ার পেছনে কারণ কী ছিল?
ক. অন্যায়ের শস্তি প্রদান ● মানসিক সংকীর্ণতা
গ. মৃত্যুঞ্জয়ের সঙ্গে শত্রুতা ঘ. ধর্মীয় নির্দেশ পালন
৬১. ‘বিষহরির আজ্ঞা’ কী?
● মন্ত্র খ. ধুয়া গ. বাণী ঘ. পুঁথি
৬২. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি?
ক. সাপ ধরা খ. বিষ ছাড়ানো
● শিকড় বিক্রি ঘ. খেলা দেখানো
৬৩. ‘একলা যেতে ভয় করবে না তো? উক্তিটি কার?
ক. মৃত্যুঞ্জয়ের খ. বুড়ো মালোর
গ. ন্যাড়ার ● বিলাসীর
৬৪. ‘ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না।’- উক্তিতে ন্যাড়ার জনৈকা আত্মীয়ার মনোভাবে কী প্রকাশ পায়।
ক. অন্ধকারে কাছে একলা থাকার ভয়
● স্বামী-স্ত্রীর সম্পর্কের মেকি ভাব
গ. অন্ধকারে ভূতজনিত ভীতির প্রবণতা
ঘ. মহিলার ভীতু স্বভাবের পরিচয়
৬৫. ‘কাগজ তো ইঁদুরেও আনতে পারে’— উক্তিটি কার?
ক. বিলাসীর ● মৃত্যুঞ্জয়ের
গ. ন্যাড়ার ঘ. মৃত্যুঞ্জয়ের খুড়ার
৬৬. গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?
ক. মৃত্যুঞ্জয়ের খ. বিলাসীর
● ন্যাড়ার ঘ. খুড়ার
৬৭. খরিশ গোখরোটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল?
ক. মিনিট তিনেক খ. মিনিটি পাঁচেক
● মিনিট দশেক ঘ. মিনিট সাতেক
৬৮. মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন?
ক. মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করত
● মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না
গ. অন্যের হাতের খাবার মৃত্যুঞ্জয়ের অপছন্দ ছিল
ঘ. পাচকের রান্না খাওয়া নিষিদ্ধ ছিল
৬৯. মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?
● মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
খ. অসুস্থতা থেকে বাঁচার ফলে
গ. মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
ঘ. বিলাসীকে বিয়ে করার ফলে
৭০. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল?
ক. দশ দিন খ. আট দিন
গ. নয় দিন ● সাত দিন
৭১. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কীভাবে?
ক. অসুখে খ. সর্প দংশনে
● বিষপানে ঘ. অনাহারে
৭২. ‘বিলাসী’ গল্পে ছোটবাবু তাঁর স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন?
ক. তিন শ টাকা খ. এক শ টাকা
গ. চার শ টাকা ● দুই শ টাকা
৭৩. বিলাসীর আত্মহত্যাটা পরিহাসের বিষয় হলো কেন?
ক. বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য আত্মহত্যা করেছে বলে
খ. বিলাসী সাপুড়ের মেয়ে ছিল বলে
গ. মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল বলে
● সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে
৭৪. ‘সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে’ – এখানে ‘সিদ্ধ হওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গরমে অসুস্থ খ. সূর্য তাপে দগ্ধ
● সন্ন্যাসে সাফল্য ঘ. সন্ন্যাসে ইস্তফা
৭৫. ‘সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য’— ‘বিলাসী’ গল্পের এ বাক্যে ‘শ্বশুর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. বিলাসীকে খ. মৃত্যুঞ্জয়কে
● বিলাসীর বাবাকে ঘ. ন্যাড়াকে
৭৬. মৃত্যুঞ্জয়ের খুড়া ষোলো আনা বাগান লাভ করল কীভাবে?
ক. বিলাসীর মৃত্যুর ফলে
খ. মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে
● মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
ঘ. মৃত্যুঞ্জয়ের অন্নপাপে
৭৭. মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?
ক. স্বজাতির হাতে খাবার খেয়ে
খ. উঁচু জাতের হাতে ভাত খেয়ে
● নিচু জাতের হাতে ভাত খেয়ে
ঘ. বিধর্মী মানুষের রান্না খেয়ে
৭৮. ‘ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না’-এ উক্তির প্রেক্ষাপট কী প্রমাণ দেয়?
ক. মানবপ্রেমের খ. জাত-গৌরবের
গ. সংস্কারের ● মেকি পতিভক্তির
৭৯. মৃত্যুঞ্জয়ের খুড়া কর্তৃক মৃত্যুঞ্জয়ের গ্লানি অধিক হারে প্রচারের উদ্দেশ্য কী ছিল?
ক. মৃত্যুঞ্জয়কে সৎপথে ফিরিয়ে আনা
খ. ধর্মীয় বিধিবিধান সুপ্রতিষ্ঠিত করা
● মৃত্যুঞ্জয়ের যাবতীয় সম্পত্তি লাভ
ঘ. চৌদ্দ পুরুষের জাত রক্ষা করা
৮০. ছেলেবেলায় ন্যাড়ার কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল?
● দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৮১. ‘ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেয়ো -এ উক্তিতে বিলাসীর কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
● সেবাপরায়ণ খ. স্নেহময়
গ. নারীসুলভ ঘ. মানবদরদি
৮২. ‘বিলাসী’ গল্পে ‘অন্নপাপ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ভাতের অপচয় করা
খ. চুরি করে ভাত খাওয়া
গ. অসহায়কে ভাত না দেওয়া
● নিম্নবর্ণের হাতে ভাত খাওয়া
৮৩. মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘার ছিল?
ক. দশ-পনেরো ● কুড়ি-পঁচিশ
গ. পনেরো-কুড়ি ঘ. পঁচিশ-ত্রিশ
৮৪. বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে-
● ভালোবাসার জয় খ. ভালোবাসার পরাজয়
গ. সমাজের পরাজয় ঘ. সমাজের জয়
৮৫. ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?
ক. শাপের ভয়ে ● মশার কামড়ে
গ. বাঘের ভয়ে ঘ. মৃত্যুর ভয়ে
৮৬. ‘বিলাসী’ গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিকে প্রধানরূপে ফুটিয়ে তুলেছেন?
ক. মানবতাবোধ খ. চারিত্রিক দৃঢ়তা
● প্রেমের মহিমা ঘ. সেবাপরায়ণতা
৮৭. ‘নিকা’ শব্দটি ‘বিলাসী’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● বিয়ে অর্থে খ. বাগদান অর্থে
গ. হিল্লা অর্থে ঘ. সম্বন্ধ অর্থে
৮৮. কী দেখে ন্যাড়া বুঝতে পারল যে, মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে?
ক. তাদের জীবন প্রণালি দেখে
● তাদের মুখে প্রসন্নতা দেখে
গ. তাদের বিত্ত-বৈভব দেখে
ঘ. তাদের কথাবার্তা শুনে
৮৯. মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করল কেন?
● বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে
খ. সাপ ধরা তার শখ ছিল বলে
গ. সাপুড়ে জীবন ভালো লাগত বলে
ঘ. গ্রামছাড়া হয়েছিল বলে
৯০. ‘পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে’ – বাক্যাংশটিতে ‘সুখ্যাতি’ বলতে কী বোঝানো হয়েছে?
● ব্যঙ্গ করে নিন্দা খ. প্রশংসা করে সমাদর
গ. ব্যঙ্গ করে প্রশংসা ঘ. নিন্দা করে সমাদর
৯১. সাপের সংখ্যা যে একাধিক, এমন ধারণা কে করেছিল?
ক. মৃত্যুঞ্জয় ● বিলাসী
গ. ন্যাড়া ঘ. গোয়ালা
৯২. সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকারে বাধা দিত কেন?
● ঝুঁকিপূর্ণ কাজ ছিল বলে
খ. লোক ঠকানো হতো বলে
গ. অপছন্দের কাজ ছিল বলে
ঘ. শ্রমসাধ্য কাছ ছিল বলে
৯৩. সাপ ধরার মন্ত্রে মনসার বাহন বলা হয়েছে কোনটিকে?
ক. গোখরো সাপকে ● কেউটে সাপকে
গ. দুধরাজ সাপকে ঘ. মণিরাজ সাপকে
৯৪. মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?
ক. পদ্ম গোখরো খ. সাদা গোখরো
গ. কালো গোখরো ● খরিশ গোখরো
৯৫. সাপে কামড়ানোর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করল?
ক. আট-দশ মিনিট খ. দশ-বারো মিনিট
গ. চৌদ্দ-পনেরো মিনিট ● পনেরো-কুড়ি মিনিট
৯৬. ‘বিলাসী’ কেন আত্মহত্যা করেছিল?
● স্বামীর শোকে খ. প্রতিবাদস্বরূপ
গ. নিন্দার ভয়ে ঘ. অভিমান করে
৯৭. ‘আমি তার গায়ে হাত দিতে পারি নাই’- কারণ কী?
ক শক্তি নেই বলে খ. পাপ কাজ বলে
গ. মৃত্যুঞ্জয়ের নিষেধ বলে ● বিবেকের তাড়নায়
৯৮. সাত দিনের বেশি বেঁচে থাকা বিলাসী সইতে না পারার কারণ কোনটি?
ক. অভাবের তাড়না খ. লোকনিন্দার ভয়
● প্রেমের প্রাবল্য ঘ. অসুস্থতা
৯৯. ন্যাড়া কতদিন সন্ন্যাস জীবন-যাপন করেছিল?
● বছরখানেক খ. বছর-তিনেক
গ. বছর দুয়েক ঘ. বছর-চারেক
১০০. ‘কলি কি সত্যিই উল্টাইতে বসিল?’ – উক্তিটি কার?
ক. মৃত্যুঞ্জয়ের খ. ন্যাড়ার
● বুড়ো মালোর ঘ. খুড়ার
