১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
ক. বঞ্চিতের খ. পরশুরামের
● বিধবার ঘ. ইস্রাফিলের
২. ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ – এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
● প্রেম ও দ্রোহ খ. বিদ্রোহী ও অত্যাচারিত
গ. বিদ্রোহী ও বংশীবাদক ঘ. বিদ্রোহী ও বীরযোদ্ধা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল-জুলুম-অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
৩. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?
র. বিদ্রোহ রর. স্বদেশ প্রেম ররর. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. প্রকাশিত দিক/দিকগুলি কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
● আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির-বিদ্রোহী বীর— বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির
৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১ খ. ১৮৭৬
● ১৮৯৯ ঘ. ১৯০৯
৬. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ● কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ ঘ. জসীমউদ্দীন
৭. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি?
ক. ভারতের হুগলি খ. ভারতের আসাম
গ. ভারতের মুর্শিদাবাদ ● ভারতের পশ্চিমবঙ্গ
৮. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
ক. ছয় বছর ● আট বছর
গ. সাত বছর ঘ. দশ বছর
৯. কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
● কবির পিতার মৃত্যু হওয়ায়
খ. কবির মাতার মৃত্যু হওয়ায়
গ. কবির জমিজমা না থাকায়
ঘ. কবি বেকার থাকায়
১০. কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন?
ক. ১৮৬১ ● ১৯১৬
গ. ১৮৯৯ ঘ. ১২০৯
১১. কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন?
ক. গ্রামের পাঠশালায় ● গ্রামের মক্তবে
গ. গ্রামের কলেজে ঘ. গ্রামের স্কুলে
১২. বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
ক. চাকরিতে ● লেটোর দলে
গ. রুটির দোকানে ঘ. সেনাবাহিনীতে
১৩. লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
ক. নাটক খ. কবিতা ● পালাগান ঘ. উপন্যাস
১৪. কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. গ্রামের মক্তবে ● লেটোর দলে
গ. সেনাবাহিনীতে ঘ. সাহিত্য পত্রিকায়
১৫. নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
● প্রথম বিশ্বযুদ্ধ খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ভারত-পাকিস্তান যুদ্ধ ঘ. মুক্তিযুদ্ধ
১৬. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
● ১৯১৭ খ. ১৯১৬ গ. ১৯৯৯ ঘ. ১৯০৯
১৭. কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন?
ক. নায়েক ● হাবিলদার
গ. ল্যান্সনায়েক ঘ. লেফটেন্যান্ট
১৮. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৭ খ. ১৯১৬ ● ১৯২০ ঘ. ১৯০৯
১৯. বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন?
ক. ঢাকায় খ. ময়মনসিংহে
● কলকাতায় ঘ. বীরভূমে
২০. কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?
ক. ‘বিদ্রোহী’ কবিতা লেখার পর
● ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পর
গ. পত্রিকার সম্পাদক হওয়ার পর
ঘ. ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থ লেখার পর
২১. ‘নবযুগ’ কী?
ক. নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ
খ. নজরুল রচিত উপন্যাস গ্রন্থ
● নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
ঘ.নজরুল রচিত অনূদিত নাটক
২২. কোনটি নজরুল রচিত কাব্য?
ক. ব্যথার দান ● বিষের বাঁশি
গ. বাঁধনহারা ঘ. রুদ্র-মঙ্গল
২৩. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক উপন্যাস খ. নাটক
গ. ভ্রমণকাহিনি ● কাব্যগ্রন্থ
২৪. কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে কে?
● ভারত সরকার খ. বাংলাদেশ সরকার
গ. ব্রিটিশ সরকার ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
২৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৭০ ● ১৯৬০
গ. ১৯২০ ঘ. ১৯৮০
২৬. কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন?
ক. স্বাধীনতা পদক খ. নোবেল পুরস্কার
গ. পুলিৎজার পুরস্কার ● জগত্তারিণী স্বর্ণপদক
২৭. কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
● ১৯৭২ খ. ১৯৬২ গ. ১৯২২ ঘ. ১৯৮৩
২৮. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
● ১৯৭৬ খ. ১৯৬০ গ. ১৯২৬ ঘ. ১৯৮০
২৯. ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
ক. বল উন্নত মম শির খ. বিদ্রোহী রণক্লান্ত
গ. আমি দুর্বার ● বল বীর
৩০. কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
● হিমালয় শিখর খ. পৃথিবীর বৃক্ষরাজি
গ. পৃথিবীর মানুষ ঘ. অত্যাচারী শাসককুল
৩১. ‘শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’ এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?
● তীব্র আত্মবিশ্বাস খ. চরম দুঃসাহস
গ. প্রবল অহংকার ঘ. বিপুল প্রত্যাশা
৩২. কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
ক. নিখিল পৃথ্বীর খ. বিশ্ব বিধাতৃর
গ. শিখর হিমাদ্রির ● মহা-প্রলয়ের
৩৩. কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
ক. অভিশাপ ● আশীর্বাদ
গ. শান্তির দূত ঘ. দীর্ঘশ্বাস
৩৪. কবি সব ভেঙেচুরে চুরমার করেন কেন?
● নতুনের আবাহনে খ. তিনি অশান্ত বলে
গ. ক্ষমতা প্রদর্শনের জন্য ঘ. তিনি অভিশপ্ত হওয়ায়
৩৫. যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
● দলে যান খ. ভেঙে যান
গ. পিষে যান ঘ. মেনে নেন
৩৬. কবি কী মানেন না?
ক. বাধাবিপত্তি খ. শাসন-বারণ
গ. ধর্মীয় রীতিনীতি ● কোনো আইন
৩৭. কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
ক. ভয়ংকর ● এলোকেশে
গ. বিধ্বংসী ঘ. বিদ্রোহী
৩৮. কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
● বিশ্ব-বিধাতার খ. ভারত-মাতার
গ. জন্মভূমির ঘ স্বীয় ধর্মের
৩৯. ইন্দ্রাণী-সুত কে?
ক. দুর্বাসা খ. ধূর্জটি ● জয়ন্ত ঘ. শ্যাম
৪০. ইন্দ্রাণী-সুতের হাতে কী?
● চাঁদ খ. সূর্য গ. তারা ঘ. গ্রহ
৪১. কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?
ক. ইস্রাফিলের শিঙ্গা খ. পরশুরামের কুঠার
গ. খড়গ-কৃপাণ ● রণ-তূর্য
৪২. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ – পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. ভালোবাসা ও ঘৃণার যুগপৎ অবস্থান
● প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান
গ. নতুন ও পুরাতনের যুগপৎ অবস্থান
ঘ. ভালো ও মন্দের যুগপৎ অবস্থান
৪৩. কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?
ক. বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
খ. বেদুইনরা যাযাবর বলে
● নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
ঘ. বেদুইনদের ভালোবাসতেন বলে
৪৪. কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?
ক. অহংকারী বলে
খ. শক্তিশালী বলে
গ. বিদ্রোহী বলে
● আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে
৪৫. ‘বিদ্রোহী’ কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে?
ক. আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
● আমি অবমানিতের মরম বেদনা
গ. আমি পরশুরামের কঠোর কুঠার
ঘ. আমি সেই দিন হব শান্ত
৪৬. কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না?
ক. ঈশ্বরকে খ. মাতা-পিতাকে
গ. মাতৃভূমিকে ● নিজেকে
৪৭. কবি নিজেকে কার ভমরু ত্রিশূল বলেছেন?
● পিণাক-পাণির খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের ঘ. অফিয়াসের
৪৮. কবি নিজেকে কার দ- বলে অভিহিত করেছেন?
ক. পিণাক-পাণির খ. ইস্রাফিলের
● ধর্মরাজের ঘ. অফিয়াসের
৪৯. ‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
● দুর্বাসাকে খ. অফিয়াসকে
গ. শিবকে ঘ. ইস্রাফিলকে
৫০. নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?
ক. অফিয়াসের খ. চেঙ্গিসের
● বিশ্বামিত্রের ঘ. বলরামের
৫১. নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন?
● বিশ্ব খ. অর্ফিয়াসের
গ. লোকালয় ঘ. হিমাদ্রি
৫২. কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?
ক. শ্মশান খ. হুতাশীর
● উদাসীর ঘ. বঞ্চিত পথিকের
৫৩. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
● গৃহহারা পথিকের খ. পথিক-কবির
গ. ইন্দ্রাণী-সুতের ঘ. উন্মন-উদাসীর
৫৪. কবি নিজেকে পথিক কবির কী হিসেবে উপস্থাপন করেছেন?
● গভীর রাগিণী খ. যন্ত্রসংগীত
গ. নিদাঘ-তিয়াসা ঘ. কবিতা
৫৫. কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?
ক. ইস্রাফিলের ● অর্ফিয়াসের
গ. বিশ্বামিত্রের ঘ. পরশুরামের
৫৬. কবি ঘুম চুমু দিয়ে কী করেন?
● নিখিল বিশ্বকে নিঝঝুম করেন
খ. বিধাতাকে ঘুম পাড়িয়ে দেন
গ. মহা-সিন্ধুকে স্তব্ধ করে দেন
ঘ. ঈশ্বরের আরাধনা করেন
৫৭. ‘ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম”’ – চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে?
● শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা
খ. প্রবল দ্রোহের চেতনা
গ. সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান
ঘ. প্রচলিত রীতি-নীতির বিরোধিতা
৫৮. ‘আমি শ্যামের হাতের বাঁশরী’ – এখানে ‘শ্যাম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. মহাদেবকে খ. নারায়ণকে
গ. বিষ্ণুকে ● শ্রীকৃষ্ণকে
৫৯. কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ’ কেঁপে কেঁপে নিভে যায় কেন?
ক. ক্রোধে ● ভয়ে
গ. সিক্ত হয়ে ঘ. অজানা আশঙ্কায়
৬০. কবি নিজেকে ‘বিদ্রোহ-বাহী’ বলেছেন কেন?
ক. তিনি বিদ্রোহ বহন করেন বলে
● তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে
গ. তিনি বিপ্লবে বিশ্বাসী বলে
ঘ. তিনি ‘বিদ্রোহী’ কবিতা লিখেছেন বলে
৬১. নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?
● পরশুরামের খ. বিশ্বামিত্রের
গ. শিবের ঘ. বলরামের
৬২. নিচের কোন পক্তিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে?
ক. আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব
● নিঃক্ষত্রিয় করিব বিশ্ব
গ. ঘুম চুমু দিয়ে কবি নিখিল বিশ্বে নিঝঝুম
ঘ. আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া
৬৩. কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চান কেন?
ক. শত্রুতার কারণে
খ. বিদ্রোহের অবসান ঘটাতে
গ. ক্ষাত্র শক্তিকে বিনষ্ট করতে
● পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য
৬৪. কবি নিজেকে বলরামের কী হিসেবে ঘোষণা করেছেন?
● হল খ. হলাহল গ. শিঙা ঘ. কুঠার
৬৫. কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন?
ক. ক্ষমতা প্রদর্শনের জন্য
খ. বিশ্বকে শাসন করার জন্য
গ. তিনি বিদ্রোহী বলে
● নব সৃষ্টির মহানন্দ লাভ করতে
৬৬. মহা-বিদ্রোহী রণ ক্লান্ত-এই রণ কীসের বিরুদ্ধে?
● অন্যায়-অত্যাচার খ. ধর্মনাশের অপচেষ্টা
গ. স্বদেশের পরাধীনতা ঘ. বৈশ্বিক মহামারি
৬৭. কবি কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন?
ক. অবমানিতের খ. অত্যাচারিতের
গ. হতদরিদ্রের ● উৎপীড়িতের
৬৮. অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণ-ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন?
ক. টর্পেডো ● খড়গ কৃপাণ
গ. মাইন ঘ. কঠোর কুঠার
৬৯. কবি নিজেকে ‘চির-বিদ্রোহী’ বলেছেন কেন?
● তাঁর বিদ্রোহ নিরন্তর বলে
খ. তিনি আর্তের পক্ষে দ্রোহ করেন বলে
গ. তাঁর বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে বলে
ঘ. তাঁর বিদ্রোহে চিড় ধরে না বলে
৭০. ‘চির-উন্নত শির’- কথাটি কীসের পরিচায়ক?
ক. হিমালয়ের মতো দৃঢ়তার
খ. আত্মদম্ভ প্রকাশের
গ. মাথা উঁচু করে থাকার
● অন্যায়ের সামনে মাথা নত না করার
৭১. ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কীসের তুলনা করা হয়েছে?
ক. দমকা হাওয়ার খ. উত্তর-বায়ুর
গ. মলয়-অনিলের ● এলানো চুলের
৭২. ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
ক. অফিয়াস খ. নটরাজ
গ. ইস্রাফিল ● চেঙ্গিস
৭৩. আফসা অত্যন্ত রাণী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না তার। আফসার সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার কার মিল রয়েছে?
ক. পিণাক-পাণি খ. নটরাজ শিব
● ক্ষ্যাপা দুর্বাসা ঘ. চেঙ্গিস খান
৭৪. পাকিস্তান সরকারের অপশাসনের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রামের আহ্বান জানান। তাঁর সাথে ‘বিদ্রোহী’ কবিতার কার মিল রয়েছে?
● কবির খ. ইস্রাফিলের
গ. ক্ষ্যাপা দুর্বাসার ঘ. চেঙ্গিস খানের
৭৫. মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
● বিদ্রোহী খ. সুচেতনা
গ. আঠারো বছর বয়স ঘ. তাহারেই পড়ে মনে
৭৬. চেয়ারম্যানের লোক এসে দখলে নিতে চায় জমিলার ভিটেমাটিটুকু। অবশেষে গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদে পিছু হটে তারা। উদ্দীপকের গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি উন্মোচন করে?
ক. সাম্য চেতনা খ. মানবপ্রেম
● দ্রোহ চেতনা ঘ. মানবমুক্তি
৭৭. বানের পানিতে ফসল ভেসে গেলে রতনপুর গ্রামের মোড়ল গ্রামবাসীর পাশে থেকেছেন, তাদের সাধ্যমতো সাহায্য করেছেন। উদ্দীপকের মোড়লের কর্মকা- ‘বিদ্রোহী’ কবিতার কবির কোন স্বগতোক্তিকে নির্দেশ করে?
ক. আমি উন্মন উদাসীর খ. আমি অফিয়াসের বাঁশরী
গ. আমি আকুল নিদাঘ তিয়াসা ● আমি বঞ্চিত ব্যথা
৭৮. কবি নিজেকে ‘চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস’ আখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি-
র. আপসহীন
রর. অন্যায়ের বিরুদ্ধে কঠোর
ররর. আত্মনির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭৯. মহা-প্রলয়ের সাথে সম্পর্ক আছে-
র. নৃশংসতার
রর. নটরাজের
ররর. ইস্রাফিলের শিঙ্গার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
৮০. বিদ্রোহী কবি-
র. সবকিছু ভেঙে চুরমার করেন
রর. আইন অমান্য করেন
ররর. অপরাধীকে শাস্তি দেন
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮১. কবির মতে, তিনি পিণাক-পাণির –
র. ডমরু
রর. ত্রিশূল
ররর. মহাশঙ্খ
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮২. ‘চির-উন্নত মম শির’ – এ চরণে ফুটে ওঠা কবির মনোভাব হলো-
র. আত্মজাগরণ
রর. আত্মমর্যাদার অহংকার
ররর. আদর্শবোধে অটল স্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৮৩. ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি –
র. উদাসীর উন্মন মন
রর. অবমানিতের মরম বেদনা
ররর. বিধবার বুকে ক্রন্দন-শ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৮৪. কবি সেই দিন শান্ত হবেন যেদিন-
র. উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
রর. বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে সক্ষম হবেন
ররর. অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর ● র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮৫. কবির প্রেমিক সত্তার পরিচয় বহনকারী চরণ-
র. আমি আকুল নিদাঘ-তিয়াসা
রর. আমি অর্ফিয়াসের বাঁশরী
ররর. আমি শ্যামের হাতের বাঁশরী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
৮৬. ‘বিদ্রোহী’ কবিতায় কবির দ্রোহ-
র. নিরন্তর
রর. উৎপীড়িতের পক্ষে
ররর. ঔপনিবেশিকতার বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৮৭. বিদ্রোহী কবি নিয়ম-কানুন না মানার কারণ-
র. এগুলো ঔপনিবেশিক শাসনের পক্ষে
রর. তিনি বিদ্রোহী মনোভাবাপন্ন
ররর. তিনি শৃঙ্খলিত জীবনের পক্ষে নন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৮৮. কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন-
র. অত্যাচারীর বিরুদ্ধে
রর. অসাম্যকে দূর করতে
ররর. উৎপীড়ন বন্ধ করতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
৮৯. ‘বাঁকা বাঁশের বাঁশরী’ নির্দেশ করে কবির-
র. প্রেমিক সত্তাকে
রর. যন্ত্রশিল্পে পারদর্শিতাকে
ররর. সংবেদনশীলতাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর ● র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯০. বিদ্রোহী সত্তার প্রকাশে কবি নিজেকে তুলনা করেছেন-
র. ক্ষ্যাপা দুর্বাসার সঙ্গে
রর. ইস্রাফিলের সঙ্গে
ররর. শ্যামের বাঁশির সঙ্গে
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯১. কবিতাটিতে কবির সহানুভূতি প্রকাশক চরণ-
র. আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান
রর. আমি বিধবার বুকের ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর
রর. আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
৯২. কবির বিদ্রোহের পটভূমি-
র. উৎপীড়িতের হাহাকার
রর. ঔপনিবেশিক ভারতবর্ষ
ররর. ব্রিটিশ সরকারের অপশাসন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চায়ের দোকান দিয়েছে বাবুল। অশিক্ষিত, বাবুলকে ঠকিয়ে মহাজন বিশাল অঙ্কের সুদ দাবি করে। সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান; ব্যবসা তার লাটে ওঠার অবস্থা। গ্রামে বাবুলের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন বাবুলের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে ওঠে।
৯৩. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
● বিদ্রোহী চেতনা খ. নৃশংসতা
গ. প্রতিশোধপরায়ণতা ঘ. মানবপ্রেম
৯৪. উদ্দীপকের বাবুলকে বলা যায়-
র. স্বেচ্ছাচারী
রর. বিদ্রোহী
ররর. প্রতিবাদী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষ স্বভাবতই নিজের আত্মপরিচয়ে বেখেয়াল। তা না হলে কোনো অন্যায় শক্তি তাকে পদানত করতে পারত না।
৯৫. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির প্রচ্ছন্ন পরিচয় মেলে?
ক. বিদ্রোহী চেতনা খ. বিধ্বংসী মনোভাব
● আত্মসচেতনতা ঘ. মানবপ্রেম
৯৬. উক্ত দিকটি আলোচ্য কবিতায় উঠে এসেছে-
র. আদর্শিক দৃঢ়তায়
রর. আপসহীন মনোভাবে
ররর. বিধ্বংসী ভাবনায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
৯৭. উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
ক. ধ্বংসের রুদ্র রূপ খ. প্রেম ও দ্রোহের সমন্বয়
● বিদ্রোহের আহ্বান ঘ. মানবতাবোধের প্রকাশ
৯৮. উদ্দীপকের ভাবধারা ‘বিদ্রোহী’ কবিতার যে চরণে প্রকাশ ঘটেছে তা হলো-
র. আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব
রর. যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
ররর. অ্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভমে রণিবে না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৯ ও ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি,
পরণে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি।
সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানি
ক্ষিধের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি।’
৯৯. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
● নিপীড়িতের বেদনা খ. বিদ্রোহী মনোভাব
গ. বিধ্বংসী মনোভাব ঘ. প্রেম ও দ্রোহের সমন্বয়
১০০. উদ্দীপকের সমান্তরাল ভাবনা ‘বিদ্রোহী’ কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো-
র. আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া
রর. আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের
ররর. আমি অবমানিতের মরম বেদনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
● রর ও ররর ঘ. র, রর ও ররর
