You dont have javascript enabled! Please enable it!

HSC BANGLA 1ST – MASHI PISHI – SHORT QUES. & ONUDHABON

টেক্সট বুক অ্যানালাইসিস

ক   জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১.            আহ্লাদি কোন পর্যন্ত ঘোমটা টেনে দেয়?

                উত্তর : আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়।

২.            কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?

                উত্তর : শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।

৩.           মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?

                উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম ‘অতসীমামী’।

৪.            ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

                উত্তর : ‘মাসি-পিসি’ গল্পটি ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

৫.            মাসি-পিসি কী পণ করেছে?

                উত্তর : মাসি-পিসি আহ্লাদিকে জগুর ঘরে ফেরত না পাঠানোর পণ করেছে।

৬.           কার শ্বাশুড়ি-ননদ বাঘের মতো ছিল?

                উত্তর : আহ্লাদির মাসির শ্বাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।

৭.            আহ্লাদির জমিজমার সিকিভাগ ছাড়া বাকিটা কার দখলে গেছে?

                উত্তর : আহ্লাদির জমিজমার সিকিভাগ ছাড়া বাকিটা গোকুলের দখলে গেছে।

৮.           আহ্লদিকে পাওয়ার জন্য কে হাল ছাড়েনি?

                উত্তর : আহ্লাদিকে পাওয়ার জন্য গোকুল হাল ছাড়েনি।

৯.            কীভাবে আহ্লাদির বাবা, মা, ভাই মারা গিয়েছিল?

                উত্তর : কলেরায় আক্রান্ত হয়ে আহ্লাদির বাবা, মা ও ভাই মারা গিয়েছিল।

১০.         আহ্লাদির পিসির স্বভাব বদলেছিল কখন?

                উত্তর : ছেলে হওয়ার পর আহ্লাদির পিসির স্বভাব বদলেছিল।

১১.         কখন কৈলেশের স্বভাব বিগড়ে যায়?

                উত্তর : হাতে দুটো পয়সা এলে কৈলেশের স্বভাব বিগড়ে যায়।

১২.          মাসি-পিসির চিৎকারে কে দলবল নিয়ে পালিয়ে যায়?

                উত্তর : মাসি-পিসির চিৎকারে কানাই চৌকিদার দলবল নিয়ে পালিয়ে যায়।

১৩.        কৈলেশের কাছে কোন ব্যাপারটি প্যাঁচালো মনে হয়েছিল?

                উত্তর : কৈলেশের কাছে আহ্লাদির গর্ভবতী হওয়ার ব্যাপারটি প্যাঁচালো মনে হয়েছিল।

১৪.         ‘সোমত্ত মেয়া’ বলে কাকে ইঙ্গিত করা হয়েছে?

                উত্তর : ‘সোমত্ত মেয়া’ বলে আহ্লাদিকে ইঙ্গিত করা হয়েছে।

১৫.         ভালোয় ভালোয় না গেলে কানাই মাসি-পিসিকে কীভাবে কাছারিবাড়ি নিয়ে যাবার হুকুমের কথা বলে?

                উত্তর : ভালোয় ভালোয় না গেলে কানাই মাসি-পিসিকে ধরে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাবার হুকুমের কথা বলে।

১৬.        মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়?

                উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস বিক্রমপুরে।

খ             অনুধাবনমূলক প্রশ্নোত্তর

১.            বুড়ো রহমানের চোখ ছলছল করে কেন?

                উত্তর : মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমানের চোখ ছলছল করে।

                আহ্লাদির চেয়ে বয়সে ছোট মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল। অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল। কিন্তু তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায় রহমান। সেখানে গিয়ে অল্পদিন পরেই মেয়েটা মারা যায়। একই সমস্যার শিকার আহ্লাদিকে দেখে মেয়ের কথা মনে হওয়ায় রহমানের চোখ ছলছল করে।

২.            জগু মাসি-পিসির বিরুদ্ধে মামলা করবে কেন?

                উত্তর : আহ্লাদিকে ঘরে ফিরিয়ে নেয়ার জন্য জগু মাসি-পিসির বিরুদ্ধে মামলা করবে।

                পাষণ্ড স্বামীর অত্যাচার থেকে আহ্লাদিকে রক্ষা করার জন্য মাসি-পিসি তাকে নিজেদের কাছে রাখে। আহ্লাদির স্বামী জগু বার বার তাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে চাইলেও মাসি-পিসি যেতে দেয় না। এতে জগুর মনে হয় যে, তার বিয়ে করা বউকে মাসি-পিসি বদ মতলবে আটকে রেখেছে এবং তাকে দিয়ে পয়সা-কামাচ্ছে। এজন্যই সে মাসি-পিসির বিরুদ্ধে মামলা করবে।